Saturday, May 4, 2024

রাত পোহালেই ভোট, নড়াইল সদরে নৌকার জয়ের বাঁধা হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা

- Advertisement -

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধি: বৃহস্পতিবার (১১ নভেম্বর) নড়াইলের ১৩ ইউনিয়ন পরিষদের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। আগামী পাঁচ বছর এলাকার উন্নয়নের কে পাচ্ছেন দায়িত্ব আর কে হাসবেন বিজয়ের হাসি সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্তু। জনগন ক্ষমতাসীন দল আ. লীগের নৌকাতেই ভরসা রাখবেন নাকি বেছে নেবেন স্বতন্ত্র প্রার্থীদের ? ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে জেলা প্রশাসন, নির্বাচন কমিশসহ সংশ্লিষ্টদের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নড়াইল সদরে অনুষ্ঠিত ১৩ ইউপি নির্বাচনে জরিপ চালিয়ে দেখা গেছে নৌকার জয়ের বাঁধা হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। ১৩ ইউনিয়নের অধিকাংশতেই স্বতন্ত্র প্রার্থীদের সাথে ভোটের লড়াই হবে দ্বিমুখি, আবার কয়েকটিতে হবে ত্রীমুখি নির্বাচনী লড়াই। সদর উপজেলার ১৩ ইউনিয়নের চেয়ারম্যান পদে ৪৪ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। নির্বাচনী এলাকার বিভিন্ন ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, নির্বাচনে ১৩ ইউনিয়নের ৭টি ইউনিয়নে দ্বিমুখি এবং ৬টি ইউনিয়নে ত্রিমুখি প্রতিদ্বন্দ্বীতা হবে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, নড়াইল সদর উপজেলার ১৩টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। উপজেলার ১৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৪ জন, সাধারণ সদস্য পদে ৩৮২ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন উপলক্ষে ১২০ টি ভোট কেন্দ্রের ৫৫৬ টি ভোট কক্ষে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। উপজেলায় মোট ভোটার রয়েছেন ১ লক্ষ ৯০ হাজার ৫৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৪ হাজার ৬১৬ জন ও মহিলা ৯৫ হাজার ৬২৯ জন।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত