Saturday, May 4, 2024

যশোরে ৪৬জন করোনা শনাক্ত

- Advertisement -

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় আরো ৪৬টি নমুনা পজেটিভ শনাক্ত হয়েছে। এগুলো যশোর ও মাগুরা জেলার নমুনা।
বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ জানান, গেল রাতে তাদের ল্যাবে মোট ১৮০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩৪টি নেগেটিভ শনাক্ত হয়। তিনি জানান, এদিন যশোরের নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৪৭টি। এর মধ্যে ৪২টিতে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। আর মাগুরার ৩৩টি নমুনা পরীক্ষা করে চারটি পজেটিভ শনাক্ত হয়।
এদিকে, স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, সোমবার সন্ধ্যা সাতটা পর্যন্ত যশোর জেলায় মোট পাঁচ হাজার ৯৩৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন পাঁচ হাজার ৬৪ জন। মারা গেছেন ৬৮ রোগী। হাসপাতালে ১৯ এবং বাসাবাড়িতে ৭৮৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত