Saturday, May 4, 2024

সাতক্ষীরার সব পর্যটন ও বিনোদনকেন্দ্র বন্ধ

- Advertisement -

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সাতক্ষীরায় সব ধরনের সভা-সমাবেশ, পর্যটন ও বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এছাড়া গণপরিবহন ও হাট-বাজারে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে। এ নির্দেশনা ১ এপ্রিল থেকে পরবর্তী ১৫ দিন কার্যকর থাকবে।বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামাল এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সাতক্ষীরায় সব ধরনের জনসমাবেশ আগামী ১৫ দিনের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে। পর্যটন/বিনোদনকেন্দ্র/সিনেমা হল ইত্যাদি এ নির্দেশনার আওতায় আসবে।আরো বলা হয়, হোটেল-রেস্তোরাঁয় স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র খাওয়া-দাওয়া করা যাবে। অপ্রয়োজনীয় আড্ডা ও জনসমাগম করা যাবে না। শপিংমল ও হাট-বাজারে ক্রেতা-বিক্রেতাকে মাস্ক পরিধান এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। আন্তঃজেলা ও অভ্যন্তরীণ রুটের বাস মালিকদের সরকারি নির্দেশনা মোতাবেক যাত্রী পরিবহন এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত