Sunday, May 5, 2024

যশোরে গ্রামীণ ব্যাংকের তিন নির্বাহী অবরুদ্ধ

গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়ের তিন নির্বাহীকে যশোরে তিন ঘণ্টা অবরুদ্ধ রাখা হয়। অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির তাদের দাবি মেনে নিতে এই কর্মসূচি পালন করে। শেষ পর্যন্ত দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়ে মুক্ত হন তারা। শুক্রবার শহরের বাঁচতে শেখা অডিটোরিয়ামে গ্রামীণ ব্যাংকের যশোর জোনাল অফিসের কর্মকর্তাদের সাথে নির্বাহী কর্মকর্তাদের বৈঠক চলাকালীন এ ঘটনা ঘটে। এ সময় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির খুলনা বিভাগের সব জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলাপের এক পর্যায়ে তিন নির্বাহী কর্মকর্তার সাথে সমিতির নেতৃবৃন্দের বাকবিতন্ডা শুরু হয়। এরপর অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা নির্বাহী কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। প্রবল চাপের মুখে তাদের দাবিগুলো মেনে নিয়ে গ্রামীণ ব্যাংক পরিচালনা বোর্ডে উত্থাপন করবেন বলে ডিএমডি জামাল উদ্দিন মুচলেকা দেন।
সমিতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান এ বিষয়ে বলেন, দীর্ঘ চার বছর ধরে দু’টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, চিকিৎসা ভাতা ও অবসর হওয়ার ১৫ বছর পর পুনঃপেনশন স্থাপনের দাবি নিয়ে আন্দোলন করে আসছে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। কর্মকর্তাদের আশ্বাসের মুখে তারা আন্দোলন স্থগিত করেছেন। তবে, শিগগির দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনে যাবেন বলে জানান তিনি। এ সময় অন্যান্যের মধ্যে সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ কবীর উদ্দিন, ১০ জেলার সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাতদিন  সংবাদ
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত