Saturday, May 4, 2024

কেশবপুরে আ’লীগের ৮ ও বিএনপির ৪ কাউন্সিলর

- Advertisement -

কেশবপুর প্রতিনিধি: কেশবপুর পৌরসভা নির্বাচনে পুরুষ ও নারী কাউন্সিলর পদে আওয়ামী লীগের আট প্রার্থী ও বিএনপির চার প্রার্থী বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে তাদেরকে নির্বাচিত ঘোষণা করেন উপজেলা রির্টানিং অফিসার।
পৌরসভার নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন এক নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের উটপাখি প্রতীকের আতিয়ার রহমান। তিনি পেয়েছেন আটশ’ ৫৪ ভোট। দু’ নম্বর ওয়ার্ডে বিএনপির পানির বোতল প্রতীকের মশিয়ার রহমান জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন এক হাজার দুশ’ ৬৩ ভোট। তিন নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের জি এম কবির বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ছয়শ’ ২৬ ভোট। চার নম্বর ওয়ার্ডে সাবেক বিএনপি নেতা পানির বোতল প্রতীকের আফজাল হোসেন বাবু এক হাজার ছয়শ’ ৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। পাঁচ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের উটপাখি প্রতীকের শহিদুজ্জামান বিশ্বাস সাতশ’ ৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ছয় নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের উটপাখি প্রতীকের মনোয়ার হোসেন পাঁচশ’ ৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সাত নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের পাঞ্জাবি প্রতীকের কামাল খান এক হাজার দুশ’ ৯৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আট নম্বর ওয়ার্ডে বিএনপির ডালিম প্রতীকের আব্দুল হালিম মোড়ল পাঁচ’ ১৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নয় নম্বর ওয়ার্ডে ছয়শ’ ৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের পানির বোতল প্রতীকের এবাদত সিদ্দিক বিপুল।
সংরক্ষিত এক নম্বর ওয়ার্ডে দু’ হাজার চারশ’ চার ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের জবা ফুল প্রতীকের খাদিজা খাতুন, দু’ নম্বরে বিএনপির জবাফুল প্রতীকের আছিয়া খাতুন এক হাজার ছয়শ’ ৭৫ ভোট পেয়ে এবং তিন নম্বরে আওয়ামী লীগের চশমা প্রতীকের আছমা খাতুন দু’ হাজার তিনশ’ চার ভোট পেয়ে জয়ী হয়েছেন।কাউন্সিলরদের মধ্যে পুণরায় বিজয়ী হয়েছেন এক নম্বর ওয়ার্ডের আতিয়ার রহমান, দু’ নম্বর ওয়ার্ডের মশিয়ার রহমান, চার নম্বর ওয়ার্ডে আফজাল হোসেন বাবু, পাঁচ নম্বর ওয়ার্ডে শহিদুজ্জামান বিশ্বাস, নয় নম্বর ওয়ার্ডে এবাদত সিদ্দিক বিপুল ও সংরক্ষিত দু’ নম্বর ওয়ার্ডের আছিয়া খাতুন।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত