Friday, May 3, 2024

জোরালো হচ্ছে বিক্ষোভ, মিয়ানমারে বিক্ষোভে হাজারো মানুষ

- Advertisement -

মিয়ানমারে অভ্যুত্থানের বিরুদ্ধে শত শত মানুষ বিক্ষোভে নেমেছে। দ্বিতীয়দিনের মতো রবিবার দেশটির সবেচেয়ে বড় শহর ইয়াঙ্গনে এক হাজারের বেশি মানুষকে বিক্ষোভ অংশ নিতে দেখা গেছে।

এদিকে আল জাজিরার খবরে বলা হয়েছে, লাল বেলুন হাতে নিয়ে হাজার হাজার মানুষ বিক্ষোভে নেমেছে। বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছে, আমরা সামরিক স্বৈরশাসক চাই না। আমরা গণতন্ত্র চাই।বার্তা সংস্থা এএফপিকে মিও উইন (৩৭) নামে এক বিক্ষোভকারী বলেছেন, আমাদের বিক্ষোভ চলবে এবং আমরা গণতন্ত্র না পাওয়া পর্যন্ত দাবি থেকে সরবো না।ইয়াঙ্গন বিশ্ববিদ্যালয়ের কাছের এক রাস্তায় পুলিশের ট্রাক, পুলিশ কর্মকর্তাদের এবং দাঙ্গার সরঞ্জামাদি দেখা গেছে। বিক্ষোভ দমাতে শনিবার দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াঙ্গন ছাড়াও রবিবার সকালে মাওলামাইন এবং মান্ডালায় ছোট আকারে বিক্ষোভ দেখা গেছে।

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত