Saturday, May 4, 2024

আইপিএল নিলামে সাকিবের ভিত্তিমূল্যে কত?

- Advertisement -

ঘরোয়া ক্রিকেটের সব থেকে জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল)। এবার ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য আইপিএলের ২০২১-এর নিলামে অংশ নিতে ১ হাজার ৯৭ জন খেলোয়াড় নিবন্ধন করেছেন।এরইমধ্যে খেলোয়াড়দের ভিত্তিমূল্যও নির্ধারণ করা হয়েছে। এবারের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় থাকছে সাকিব আল হাসানের নাম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিলামের বিষয়টি নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ।

নিলামের জন্য সাকিবের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি, যা সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের জন্য নির্ধারিত। এই ক্যাটাগরিতে বাংলাদেশের অলরাউন্ডারের সঙ্গে আছেন আরো ১০ জন ক্রিকেটার। তারা হলেন- হরভজন সিং, গ্লেন ম্যাক্সওয়েল, কেদার যাদব, স্টিভেন স্মিথ, মঈন আলী, স্যাম বিলিংস, কলিন ইনগ্রাম, লিয়াম প্লাঙ্কেট, জেসন রয়, মার্ক উড।

 

চেন্নাইয়ে ১৮ ফেব্রুয়ারি আইপিএলের এবারের নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের ১ হাজার ৯৭ জন ক্রিকেটারের মধ্যে ভারতীয় ক্রিকেটার থাকছেন ৮১৪ জন এবং বিদেশি ক্রিকেটার আছেন ২৮৩ জন। বাংলাদেশ থেকে মোট ৫ জনের নাম জমা পড়েছে। তবে সাকিব ছাড়া আর কারো নাম জানা যায়নি।

এবারের আসরে না খেলার সিদ্ধান্ত নিয়ে সবাইকে চমকে দিয়েছেন অজি ফাস্ট বোলার মিচেল স্টার্ক। সর্বশেষ ২০১৫ সালের আসরে তাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে দেখা গেছে। কিন্তু এরপর ইনজুরি আর খেলার চাপ থেকে মুক্ত থাকতে নিজেকে সরিয়ে নেন তিনি। যেহেতু এই বছরই ভারতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তাই এবার অন্তত এই শীর্ষ তারকাকে আইপিএলে দেখা যাবে বলে শোনা যাচ্ছিল।

স্টার্ক ছাড়া বড় তারকাদের মধ্যে নিবন্ধন করেননি ইংলিশ টেস্ট অধিনায়ক জো রুট। সদ্যই শততম টেস্ট সেঞ্চুরি হাঁকানো রুট ছিলেন অন্যতম হটকেক। ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে তার সেঞ্চুরিটি আবার টানা তৃতীয়। এছাড়া হ্যারি গার্নি এবং টম ব্যান্টনও আগ্রহ দেখাননি। এর মধ্যে গার্নি ইনজুরির কারণে এবং ব্যান্টন আইপিএলের সময়টায় সমারসেটের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলবেন বলে সরে দাঁড়িয়েছেন। নাম লেখাননি অজি পেসার জেমস প্যাটিনসনও। ২০২০ আসরের শিরোপাজয়ী মুম্বাই ইন্ডিয়ান্স দলের অন্যতম সদস্য জৈব সুরক্ষা বলয়ে থাকার ব্যাপারটা আর নিতে পারছেন না বলেই জানা গেছে।

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা ইংলিশ ব্যাটসম্যান দাভিদ মালানের ভিত্তিমূল্য দেড় কোটি রুপি। নিলামে দল পেলে এবার হবে তার অভিষেক আইপিএল আসর। তার সমান ভিত্তিমূল্য রাখা হয়েছে মুজিব উর রহমান, অ্যালেক্স ক্যারি, নাথার কোল্টার-নাইল, টম কারেন, অ্যালেক্স হেলস, আদিল রশিদের মতো তারকাদের।

অন্যদের মধ্যে অ্যারন ফিঞ্চ, উমেশ যাদব, হনুমা বিহারী, মার্নাস লাবুশানে এবং শেলডন কোট্রেলের ভিত্তিমূল্য ১ কোটি রুপি।

নিলামে অংশ নেয়ার জন্য সবচেয়ে বেশি ৫৬ জন খেলোয়াড় নিবন্ধন করেছেন ওয়েস্ট ইন্ডিজ থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ জন অস্ট্রেলিয়ার। এরপর আছে যথাক্রমে- দক্ষিণ আফ্রিকা (৩৮), শ্রীলঙ্কা (৩১), আফগানিস্তান (৩০), ইংল্যান্ড (২৯), সংযুক্ত আরব আমিরাত (৯), নেপাল (৮), স্কটল্যান্ড (৭), বাংলাদেশ (৫)। এছাড়া যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের ২ জন করে এবং নেদারল্যান্ডস থেকে একজন খেলোয়াড় নিবন্ধন করেছেন।

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত