Saturday, May 4, 2024

যশোরে বুদ্ধিজীবী দিবসে দেশের সূর্যসন্তানদের বিনম্র শ্রদ্ধা

- Advertisement -

বুদ্ধিজীবী দিবসে দেশের সূর্যসন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করলো যশোরবাসী। মহান মুক্তিযুদ্ধের বিজয়ের উষালগ্নে জাতিকে মেধাশূন্য করার জন্যে পাকিস্তানি বর্বর হানাদার বাহিনী ও তাদের দোসরদের নারকীয় হত্যাকা-ে শহীদ বুদ্ধিজীবীদের বিন¤্র শ্রদ্ধায় নানা আয়োজনে যশোরে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। শহীদদের স্মরণে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ শহরের চাঁচড়া বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা করা হয়। শনিবার সকাল নয়টায় যশোর জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মঈনুল হক, জেলা পরিষদের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম রফিকুন্নবী, পৌরসভার পক্ষে জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু শ্রদ্ধা নিবেদন করেন। শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি, যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি রাজেক আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি মোহাম্মদ আলী স্বপন, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)র সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত