Saturday, April 27, 2024

কেশবপুর চারুপীঠ আর্ট স্কুল ও সাংস্কৃতিক সংগঠন উল্লাসের উদ্যোগে মধুমাসে ফল উৎসব অনুষ্ঠিত

- Advertisement -

কেশবপুর প্রতিনিধি:

কেশবপুর চারুপীঠ আর্ট স্কুল ও সাংস্কৃতিক সংগঠন উল্লাসের উদ্যোগে মধুমাসে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসাবে ফল উৎসবের উদ্ধোধন করেন উপজেলা লেডিস ক্লাবের সভানেত্রী দিলরুবা ইয়াসমিন।
২০মে সকালে সাংস্কৃতিক সংগঠন উল্লাস ও কেশবপুর প্রেসক্লাব সভাপতি আশরাফ উজ খান সভাপতিত্বে ও কেশবপুর চাররুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক সিকদার, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশিউর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন চন্দ্র, একটি বাড়ি একটি খামার ব্যবস্থাপক শুভংকর বিশ্বাস প্রমুখ।
ফল উৎসবটিতে আপ্যায়ন সহ সার্বিক দায়িত্বে ছিলেন চারূপীঠের সহ সভাপতি সাহা বৈদ্যনাথ,তন্ময় মিত্র বাপী, সহকারী পরিচালক শ্রাবন্তী রায় দে, নবনীতা হালদার, সৌরভ ধর জয়, সৈয়দা জান্নাতুল মাওয়া, পৌলমী অধিকারী প্রমূখ। ২শত শিক্ষার্থী ও তাদের অভিভাবক এই ফল উৎসবে অংশ নিয়েছে। ১২ রকম ফলের আয়োজন করা হয়। আম,তরমুজ, লিচু,জামরুল, পেঁপে,সবেদা,পেয়ারা,বাঙ্গী, কলা, তাল, শশা, আতা।

রাতদিন সংবাদ/এ.এন-১১

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত