Friday, April 26, 2024

বিজিবিকে দেখে গরু রেখে পালাল ভারতীয় চোরাকারবারিরা

- Advertisement -

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে পৃথক অভিযান চালিয়ে ভারত থেকে চোরাইপথে আসা ছয়টি গরু ও একটি নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাকারবারীরা পালিয়ে যায়।

শুক্রবার (২৯ এপ্রিল) রাতে উপজেলার কৈখালী সীমান্তের সাহেবখালী এলাকায় ও দক্ষিণ কৈখালী আদম গাজীর বাড়ি সংলগ্ন কালিন্দী নদী থেকে গরুগুলো জব্দ করা হয়।

বিজিবির নীলডুমুর ১৭ ব্যাটালিয়ন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে ভারত থেকে চোরাই পথে গরু আসবে। সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কৈখালী সীমান্তের সাহেবখালী এলাকায় বিজিবির টহল দল অবস্থান নেয়। পরে রাত ১টার সময় ভারতীয় চোরাকারবারিরা গরু নিয়ে সীমান্ত নদী পেরিয়ে সাহেবখালী এলাকায় প্রবেশ করে এবং বিজিবির উপস্থিতি টের পেয়ে গরুগুলো রেখে পালিয়ে যায়।

এ সময় বিজিবি সদস্যরা ৫টি গরু উদ্ধার করে। এছাড়া পৃথক আরেকটি অভিযানে ১টি গরুসহ ১টি নৌকা আটক করা হয়।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত