Saturday, December 6, 2025

পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ নারী ক্রিকেট দল 

দ্বিতীয় ম্যাচে আজ (শুক্রবার) চট্টগ্রামের শহীদ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানকে ২০ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।

প্রথমে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১২০ রান করে। জবাবে পাকিস্তান ১০০ রানে অলআউট হয়।

বাংলাদেশের হয়ে স্বর্ণা আক্তার অপরাজিত ২৭ রান করেন। এছাড়া মুর্শিদা খাতুন ২০, শামীমা সুলতানা ১৮, সোবহানা মোস্তারি ১৬ এবং রিতু মনি ১৯ রান করেন। পাকিস্তানের হয়ে দিয়ানা বেগ ২ উইকেট নেন।

পাকিস্তানের হয়ে বিসমাহ মারুফ ৩০ রান করেন। এছাড়া মুনিবা আলী ১১, নিদা দার ১০, ইরাম জাভেদ ১৫ এবং উম্মে হানি ১৪ রান করেন। বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার ও রাবেয়া খান ২টি করে উইকেট নেন।

এর আগে প্রথম ম্যাচেও বাংলাদেশ ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়েছিল।

বাংলাদেশের এই জয় নারী ক্রিকেটে দেশের জন্য একটি বড় অর্জন। এটি বাংলাদেশ নারী ক্রিকেটের ইতিহাসে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর