শার্শাপ্রতিনিধিঃ বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামে শিরিনা (৪০) নামে এক নারীকে ৪৫ পিস ইয়াবাসহ আটক করেছেন র্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে রেললাইনের দক্ষিণপাশে শিরিনার বাড়িতে অভিযান তাকে আটক ও ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাবের কোম্পানি কমান্ডার। আটক শিরিনা ওই গ্রামের মুছা সরদারের স্ত্রী।তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা করার প্রক্রিয়া চলছে। র্যাবের কোম্পানি কমান্ডার এম সারোয়ার হুসাইন বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে উপরিউক্ত তথ্য জানিয়েছেন।







