Friday, December 5, 2025

মণিরামপুরে স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার

যশোরের মণিরামপুরে স্মৃতি তরফদার (৩৫) নামে এক স্কুলশিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের কুমারসীমা গ্রামের দীনবন্ধু রায়ের স্ত্রী ও কুমারসীমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।স্বামী দীনবন্ধু রায় জানান, কয়েকদিন আগে বাড়িতে প্রেসারকুকার বিস্ফোরিত হলে তার স্ত্রী স্মৃতি তরফদার ভয় পান। সেই থেকে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার রাত দশটার দিকে বাড়ির সকলে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে স্ত্রীকে খুঁজে না পেয়ে তিনি ছাদে গিয়ে দেখেন, স্ত্রী স্মৃতি গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। বিষয়টি মণিরামপুর থানায় জানালে এসআই শাহিনুর তার লাশ উদ্ধার করে বুধবার সকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান। মণিরামপুর থানার এসআই শাহিনুর ইসলাম জানান, এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

রাতদিন নিউজ:

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর