Friday, December 5, 2025

বাঘারপাড়া তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত

সুমন পারভেজ,বাঘারপাড়া অফিস:যশোরের বাঘারপাড়ায় তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার জাগ্রত নাগরিক কমিটি (জানাক) বাঘারপাড়ার আয়োজনে উপজেলার জোহরপুর ইউনিয়নের জোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি, বিশেষ অতিথি ছিলেন জোহরপুর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু, এমআরডিআই এর প্রতিনিধি এসএম আরিফুজ্জামান, স্বরোজিত মন্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোশাররফ হোসেন। উপস্থিত ছিলেন জানাক সদস্য জোবইদা রিক্তা, আলেয়া খাতুনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে সকলের মাঝে তথ্য অধিকার সম্পর্কিত বই ও বাউল গান পরিবেশন করা হয়। পরে পরে গানের ভিতর থেকে উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে কুইজ আয়োজন করে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

রাতদিন ডেস্ক/জয়-১১

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর