Friday, December 5, 2025

বসুন্দিয়ায় পল্লী বিদ্যুতের মালামাল চুরির ঘটনায় আটক এক

নিজস্ব প্রতিবেদক।। যশোর সদরের বসুন্দিয়ায় বুধবার গভীর
রাতে,পল্লী বিদ্যুতের পাওয়ার হাউজ থেকে মালামাল চুরির অপরাধে,মনিরুল নামক এক যুবককে আটক করেছে পুলিশ।বসুন্দিয়ার বানিয়ারগাতীতে অবস্থিত বিদ্যুতের পাওয়া
প্লাট থেকে বৃত্তম ট্রান্সফর্মার এর ২টি জে,এল শিট চুরি হয়ে যায়।
এঘটনায় বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এর নেতৃত্বে রাতেই
আটক করা হয়,বানিয়ারগাতির আমির আলীর ছেলে মনিরুল (৩৬) কে।
এরপর তার দেওয়া তথ্যানুসারে সবুজের ভাংগাড়ীর দোকানের পাশ থেকে
চুরির মালামাল উদ্ধার করা হয়। এব্যাপারে পল্লী বিদ্যুত রূপদিয়া জোনের
এজিএম বাদী হয়ে কোতয়ালী থানায় বৃহস্পতিবার একটি অভিযোগ
দায়ের করেন।

রাতদিন ডেস্ক/জয়-০৮

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর