কেশবপুরে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৩নভেম্বর) বিকেলে বিদ্যুতায়িত হয়ে লিয়াকত গাজী (৪০) নামে এক কৃষক মারা গেছেন এবং রণজিৎ বিশ্বাস নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।
কেশবপুর থানার ওসি মোহাম্মদ জসীম উদ্দীন জানান, উপজেলা ডহুরী গ্রামের মৃত আনন্দ মোহনের ছেলে রনজিৎ বিশ্বাস সোমবার রাতে পরিবারের সদস্যদের উপর অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষপানে আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ওসি আরো জানান, মঙ্গলবার বিকেলে উপজেলার আলতাপোল গ্রামের মৃত হানেফ গাজীর ছেলে লিয়াকত গাজী সবজি ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান। পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
রাতদিন সংবাদ







