কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণীসম্পদ অধিদপ্তরের আওতায় পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের অর্থায়নে ছাগল ও ভেড়ার রোগ মুক্তকরণ কর্মসূচীর আওতায় ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর সকালে বালিয়াডাঙ্গা উত্তরপাড়া জামে সমজিদের সামনে উপজেলা প্রাণীসম্পদ অফিসার অলোকেশ কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম প্রমূখ।
রাতদিন ডেস্ক/জয়-১৫







