কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে খরিপ-২ মৌসুমে মাসকলাই ও গ্রীষ্মকালীন পেঁয়াজ (নারী) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ৩০সেপ্টেম্বর সকালে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক প্রমূখ। সঞ্চালনায় করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাস। এ সময় ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রত্যেককে ৫ কেজি করে মাসকলােেইয়র বীজ, ১০ কেজি করে ড্যাপ ও ৫ কেজি করে এমওপি সার এবং ৭০ জন কৃষকদের মাঝে ১ কেজি করে পেঁয়াজ বীজ, ২০ কেজি করে ড্যাপ ও ২০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। তাছাড়া চাষী বিকাশের মাধ্যমে ২ হাজার ৮ শত টাকা করে পাবেন।
রাতদিন ডেস্ক/জয়-১৪







