Friday, December 5, 2025

চৌগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় পানিতে ডুবেছ হোসাইন কবির (২বছর)নামের এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (১৬ সেপ্টেম্বর ) উপজেলার কাঁকুড়িয়া নোওদা পাড়ায় বেলা ১১ টার সময় বাড়ির পাশের ড্রেনের গর্তে এ দুর্ঘটনা টি ঘটে। মৃত হোসাইন কবির হলেন উপজেলার স্বরুপদাহ ইউনিয়নে পাকুরিয়া নোওদাপাড়া গ্রামের মফিজুর রহমানের ছেলে। মৃত্য হোসাইন কবিরের জামায় সোলাইমান হোসেন বলেন, শনিবার বেলা ১১ টার সময় নিজ বাড়ির পাশে খেলাধুলা করছিল হোসাইন কবির। পরিবারের লোকজন খোঁজাখুঁজির পরে তাকে বাড়ির পাশে ড্রেনে গর্তে পনির ভিতর অচেতন অবস্থা দেখতে পায়। এরপর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ১১.৪৫ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরিক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষনা করেন। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. শাহানাজ পারভিন টুম্পা বলেন, হাসপাতালে আনার পূর্বেই শিশুটি মৃত্যুবরণ করেছেন। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

রাতদিন ডেস্ক/ জয়-০৪

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর