Friday, December 5, 2025

বাঘারপাড়ায় রাস্তার পাশে মিলল রক্তাক্ত কাটা হাত!

যশোরের বাঘারপাড়ার ধলগা রাস্তার পাশ থেকে একটি কাটা হাত উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১টার দিকে যশোর-নড়াইল সড়কের ইসলাম ব্রিকসের পাশ থেকে এ হাতটি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, হাতটির ডিএনএ রিপোর্ট সংগ্রহ করে বিভিন্ন থানা ও হাসপাতালে জানিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। কোন থানায় এ সংক্রান্ত কোন মামলা হয়েছে কিনা-তা খতিয়ে দেখা দেখা হচ্ছে। হাতটি কোন হাসপাতাল বা কোন অপরাধের ঘটনা, তা পুলিশ নিশ্চিত নয়।বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন সাংবাদিকদের জানান, ‘একটি রক্তাক্ত কাটা হাত উদ্ধার করা হয়েছে। বিষয়টি বিভিন্ন থানা এবং হাসপাতালে জানিয়ে দেওয়া হয়েছে। এটি পুরুষ নাকি মহিলা তা বোঝা যাচ্ছে না। তবে বয়স্ক ব্যক্তির হাত বলে মনে হচ্ছে।’

বাঘারপাড়া প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর