নিজস্ব প্রতিবেদক: যশোরের বাঘারপাড়া উপজেলার বসুন্দিয়া এলাকার আলাদিপুর মহাশ্মশান চত্বরে দুদিনের আজ ৭ সেপ্টেম্বর ইং ২০২৩ বৃহস্পতিবার বিকালে মহাশ্মশান কমিটির সভাপতি বাবু প্রশান্ত কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আগামী দ্বাদশ সংসাদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশি বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসম্পাদক ও যশোর জেলা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ। আরশাদ পারভেজের সফর সংগী হিসেবে মঞ্চে আরও উপস্হিত ছিলেন জেলা মৎসলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা বাদশা, উপজেলার ৭ নং দরাজহাট ইউনিয়নের মাতুয়া কমিটির সভাপতি ও পুজাউদযাপন কমিটির সভাপতি বাবু অশোক শাহা এছাড়াও জামদিয়া ইউনিয়নের যুবলীগ নেতা কামাল হোসেন সাবেক মেম্বর মো. মনিরুল ইসলাম ৮ ওয়ার্ডের বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মো. ফচিয়ার রহমান ফকির।আলোচনা ও মঙ্গল সোভা যাত্রায় অংশগ্রহন মহাশ্মশান কমিটির সহসভাপতি বাবু দিলিপ কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক নিখিল সরকার, সাবেক সাধারণ সম্পাদক জয়দেব অধিকারী, সহসাধারণ সম্পাদক রাম কর্মকার, কোষাধ্যক্ষ সাবেক শিক্ষক সিদ্ধেশ্বর ঘোষ ও অন্যান্য প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার বোস। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নিজ হাতে ভক্তের মাঝে প্রসাদ বিতর করেন।
ডেস্ক রিপোর্ট/জয় ১২







