শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে যশোর জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে শুরু হয়েছে বর্ণাঢ্য উৎসব। দুই পর্বের আয়োজনে প্রথম পর্বে সকালে টাউন হল ময়দানে জমায়েত, মঙ্গল প্রদীপ প্রজ্বালন এবং আলোচনা সভা শেষে শুরু হয়েছে মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে নীলগঞ্জ শ্মশানে গিয়ে শেষ হবে। সেখানে দুপুরের অন্ন প্রসাদ বিতরণ শেষে দ্বিতীয় পর্বে রয়েছে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিরতণ। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে কৃষ্ণকান্ত সরকার ও সুভাষ সরকারের অংশগ্রহণে হবে কবিগান। সমগ্র আয়োজনে ধর্মবর্ণ নির্বিশেষে সকলকে আমন্ত্রণ জানিয়ে সংবাদ সম্মেলন করে জেলা পূজা পরিষদের নেতৃবৃন্দ।
অনলাইন ডেস্ক







