যশোরের কেশবপুরে ঝুমুর দেবনাথ নামে নবম শ্রেণির এক ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ব্রহ্মকাটী গ্রামে। সে ওই গ্রামের অসীম দেবনাথের মেয়ে। পুলিশ লাশ হেফাজতে নিয়েছেন।থানা সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার ব্রহ্মকাটী গ্রামে অসীম দেবনাথের মেয়ে ঝুমুর দেবনাথ (১৩) বৃহস্পতিবার বিকেলে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের লোকেরা তাকে দ্রুত কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ঝুমুর কেশবপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তবে কেন সে আত্মহত্যা করলো তাঁর সঠিক কারণ জানা যায়নি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার আনোয়ার হোসেন জানান, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। কেশবপুর থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দিন বলেন, থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ যশোর মর্গে প্রেরণ করা হয়েছে।
কেশবপুর প্রতিনিধি







