ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় আল্লাহর রাসুল হজরত মোহাম্মদ (সঃ) এর ব্যাঙ্গ্য চিত্র প্রকাশ করায় বাঘারপাড়ার চাড়াভিটা বাজারে গন সমাবেশ ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আসরের নামাজের পর সহস্রাধিক লোকের সমাহারে ব্যাপক বিক্ষোভ মিছিলের পর স্থানীয় চাড়াভিটা বাজারের পার্শের ঈদগাহ ময়দানে হাফেজ আঃ রশিদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় অংশগ্রহনের জন্য জোহরের নামাজের পর হতে বাঘারপাড়ার বিভিন্ন ইউনিয়ন থেকে নবী
প্রেমী জনতার উপস্থিতি শুরু হয়। প্রতিবাদ সভায় বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। উল্লেখযোগ্য বক্তব্য প্রদানকারীরা হল জামদিয়া ইউনিয়নের মুফতি মহিবুল্লাহ, মাওঃ উবায়দুল্লাহ শাহিন, দরাজহাটের হাফেজ ইদীস জামিল, দহাকুলার মুফতি মহিবুল্লাহ, পৌরসভার মুফতি মাসুদুর রহমান, ধলগ্রামের মুফতি মাহফুজুর রহমান, নারিকেলবাড়িয়ার মাওঃ ইউনুচ আলী ও রায়পুরের মুফতি আঃ রশিদ আহম্মদ। বক্তরা সকলে নবীর ব্যাঙ্গ চিত্র অংকন, প্রদর্শন ও প্রচার করায় চিত্র নির্মানকারীর ফাসির দাবী সহ ফ্রান্স সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং সারা বাংলাদেশে ফ্রান্সের পন্য বর্জন করার আহবান জানান।
বাঘারপাড়া প্রতিনিধি







