Friday, December 5, 2025

বেনাপোলে ৯টি পিস্তলসহ ইউপি মেম্বর আটক

যশোরের শার্শা উপজেলার বেনাপোল থানার সীমান্তবর্তী পুটখালী থেকে ৯টি নাইন এমএম পিস্তল, ৪৯ রাউন্ড গুলি এবং ১৯টি ম্যাগজিনসহ হবিবর রহমান নামে এক ইউপি সদস্যকে আটক করেছে র‌্যাব। সে পুটখালী ইউনিয়ন পরিষদের মেম্বর ও অস্ত্র চোরাচালান চক্রের একজন সদস্য। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক ও অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (লিগ্যাল ও মিডিয়া) মাহবুব-উল-আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, তারা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন চোরাকারবারীর একটি সিন্ডিকেটের সদস্যরা ভারতীয় সীমান্ত অতিক্রম করে পুটখালী ইউনিয়ন পরিষদের মেম্বর হবিবর রহমানের বাড়িতে অস্ত্রের চালান মজুদ করেছে। এই সংবাদের ভিত্তিতে র‌্যাব শুক্রবার ভোর ৪টার দিকে হবিবরের বাড়িতে অভিযান পরিচালনা করে। সেখান থেকে হবিবরকে আটকের পর তার স্বীকারোক্তিতে রান্নাঘর থেকে ৯টি নাইন এমএম পিস্তল, ৪৯ রাউন্ড গুলি এবং ১৯টি ম্যাগজিন উদ্ধার করা হয়। সে গ্রামের কোরবান বিশ্বাসের ছেলে। এলাকাবাসী জানান, হবিবর দীর্ঘদিন ধরে অস্ত্র চোরাচালান চক্রের সাথে জড়িত। র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে পাচার করে আনা অস্ত্র সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহারের জন্যে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। আটক হবিবরের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

রাতদিন নিউজঃ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর