Friday, December 5, 2025

বিনামূল্যে পেঁয়াজের বীজ ও নারকেলের চারা বিতরণ

যশোর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও নারকেলের চারা বিতরণের উদ্বোধন করা হয়েছে।
খরিপ-২ মৌসুমে প্রণোদনার আওতায় এসব বিতরণ করা হয়েছে। ৫শ’ কৃষকের মাঝে ২ হাজার ৫শ’ নারকেলের চারা ও ১৫০ কেজি পেয়াজের বীজ বিতরণ করা হয়।
সোমবার সকালে সদর উপজেলা চত্বর থেকে এগুলো বিতরণ করা হয়। এসব বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ। তিনি বলেন, নারকেলে গাছ যাতে বিলুপ্ত হয়ে না যায়, এজন্য এর চারা কৃষকদের মাধ্যে বিতরণ করা হয়েছে। একই সাথে পেঁয়াজের সংকট দূর করার জন্য বিতরণ করা হয়েছে বীজ।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
রাতদিন সংবাদ/আর কে-২৩
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর