Friday, December 5, 2025

বাঘারপাড়ায় ‘অল্প খরচে বেশী ফলন উৎপাদন’ শীর্ষক কৃষক সমাবেশ অনুষ্ঠিত

বাঘারপাড়ায় ‘অল্প খরচে বেশী ফলন উৎপাদন’ শীর্ষক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় বায়ারক্রপসাইন্স লি: যশোর রিজনের আয়োজনে উপজেলার গাইদঘাট কৃষি প্রযুক্তি পল্লীতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বেগুন, তরমুজ ও সবজী চাষে ভায়েগো ও ভায়োগোসুপারদানা ব্যবহারে ফসলের ফল ও ডগাছিদ্রকারী ও মাটিরতলের বিভিন্ন প্রকার পোকা রোগজীবানুর হাত ফসল কিভাবে সহজেই রক্ষা পাচ্ছে ও অল্প খরচে অধিক ফলনের বাস্তব অভিজ্ঞা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়ার কোম্পানির ভারতীয় কমকর্তা কমাশিয়াল ম্যানেজার সোহেল কবির , যশোর রিজনের ম্যানেজার রাশেদুল ইসলাম , কীটনাশক ও উদ্ভিতরোগতত্ত রোগ মাহাবুব কবির তুষার, টেরিটরি অফিসার রুবেল হোসাইন , ফিল্ড অফিসার মো:বায়েজিদ হোসেন , তাপস কুমার রায় ও বায়ারক্রপ সাইন্স খাজুরা এলাকার পরিবেশক মো:শাহিদুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক মো: ইউসুফ খান, স্থানীয় ইউপি সদস্যসহ গন্যমান্যব্যক্তিবর্গ।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর