কেশবপুর প্রতিনিধি: নিরাপদ সড়ক চাই (নিসচা) কেশবপুর উপজেলা শাখার আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২০ উপলক্ষে ২২অক্টোবর সকালে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসাবে দিবসটি উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নিরাপদ সড়ক চাই (নিসচা) কেশবপুর উপজেলা শাখার উপদেষ্টা নুসরাত জাহান।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার শিকদার প্রমুখ। সমাবেশে নিরাপদ সড়ক চাই (নিসচা) কেশবপুর উপজেলা শাখার আহ্বায়ক মোঃ হারুনার রশীদ বুলবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ সাগর পারভেজ এর সঞ্চালনায়। বক্তব্য রাখেন থানার সাব-ইন্সপেক্টর লিখন কুমার সরকার, উপজেলা নিসচা শাখার উপদেষ্টা রমেশ চন্দ্র দত্ত, উপদেষ্টা মোঃ আশরাফুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন নিসচা শাখার যুগ্ম-আহবায়ক মোঃ আব্দুল মান্নান, সদস্য সুদীপ কুমার, মোঃ শরিফুল ইসলাম, মোঃ অহিদুজ্জামান, মোঃ মাহবুর রহমান,মোঃ আলমগীর হোসেন, মোঃ শাহিন সাগর, প্রমুখ।







