Friday, December 5, 2025

কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের অনুদান প্রদান

মোঃজাকির হোসেন, কেশবপুর:জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে দেশের সাধারণ  মানুষ সুখ শান্তিতে বসবাস করছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে দেশে ব্যাপক উন্নয়ন হয়। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত অনুদান ও চেক বিতরণ অনুষ্ঠানে কেশবপুর ৬ আসনের সংসদ সদস্য  ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার প্রধান অথিতির বক্তব্যে  কথা বলেন।
একই সাথে তিনি পূজা উদযাপনে সরকারের সকল বিধি নিষেধ মেনে চলার আহবান জানান। ২২অক্টোবর  বিকালে কেশবপুর শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার মাসুদুজ্জানের পরিচালনায় অনুদান ও চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল সরকার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহল আমীন। এ সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের সিনিয়ার সহ সভাপতি আব্দুল মজিদ,কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম আমির হোসেন,সহ সভাপতি এ্যাড রফিকুল ইসলাম পিটু,সহ সভাপতি তপন কুমার ঘোষ মন্টু,সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা,সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল,সাংগঠনিক সম্পাদক ও সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তফিজুল ইসলাম মুক্ত,সাংগঠনিক সম্পাদক গৌতম রায়,কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র রফিকুল ইসলাম,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার সাহাসহ উপজেলার ৯২ টি পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর