Friday, December 5, 2025

বাঘারপাড়ার ৮২ টি পূজা মন্ডপে ১৫ লাখ টাকা অনুদান

বাঘারপাড়া প্রতিনিধি:  যশোর- ৪ আসনের সংসদ সদস্য রনজিৎ কুমার রায় বলেছেন, করোনা মহামারিতে শারদীয় উৎসব যাতে ভালভাবে পালনে  প্রধানমন্ত্রী এবার সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন। স্বাস্থ্য বিধি মেনে উৎসব পালন করতে হবে। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। বৃহস্পতিবার বাঘারপাড়ায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন মন্ডপে সরকারি অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এদিন সকালে বাঘারপাড়া উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দিরে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামছুন নাহার, পূজা উদযাপন পরিষদ নেতা
শচীশচন্দ্র নাথ বিশ্বাস,নিখিল কুমার আঢ্য। অনুষ্ঠানে উপজেলার মোট ৮২ টি পূজা মন্ডপে ১৮ হাজার ৫শ টাকা করে অনুদান প্রদান করা হয়। যা সর্বমোট ১৫ লাখ ১৭ হাজার টাকা।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর