কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক সংগঠক উৎপল দে’র নিজ উদ্যোগে শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে শিশুদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করেন। ২১অক্টোবর সকালে শহরে বর্ণমালা অফিস কক্ষে শিশুদের হাতে নতুন বস্ত্র উপহার সামগ্রী হিসাবে তুলে দেওয়া। এ সময় উপস্থিত ছিলেন বিআরডিপির চেয়ারম্যান মদন সাহা অপু , চারুপীঠের পরিচালক উৎপল দে, প্রেসক্লাবের গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান, সাংবাদিক মেহেদী হাসান জাহিদ, চারুপীঠ আর্ট স্কুলের উপদেষ্টা শফিউল আলম, সহ সাধারণ সম্পাদক বিজন দাস, সমীর দাস, দীপ্ত রায় চেীধুরী প্রমূখ। শিশু বিজয় অধিকারী, সৈকত কুমার বলেন বলেন গত বছর ও উৎপল দাদা আমাদের পূজায় উপহার দিয়েছিলো। এবারও পেলাম। খুব খুশি লাগছে। ৪২ জন শিশুকে নতুন বস্ত্র ও মাস্ক দেওয়া হয়।







