Friday, December 5, 2025

কেশবপুরে একদিনে দুই জনের আত্মহত্যা

কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে ২০অক্টোবর  রুকাইয়া খাতুন ও আবুল কাসেম আত্মহত্যা করেছে।পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার মাদারডাঙ্গা গ্রামের ওয়াজেদ আলীর মেয়ে রুকাইয়া খাতুন (২০) নামে এক মহিলা পারিবারিক কলহে জের ধরে দুপুরে বিষপানে আত্মহত্যা করেছেন। পরিবারের লোকজন তাকে দ্রুত কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। থানা পুলিশ লাশ তার হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য যশোর মর্গে প্রেরণ করেছেন। এ ঘটনায় কেশবপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। অপর দিকে, একই দিন রাত সাড়ে ৩টায় উপজেলার ব্যাসডাঙ্গা গ্রামের কালু গাজীর ছেলে মানুষিক ভারসম্যহীন আবুল কাশেম (৭৮) বাড়ির পাশে লেবু গাছের ডালে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। থানা পুলিশ লাশ হেফাজতে নিয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তাঁর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর