Friday, December 5, 2025

খাজুরায় ট্রাকের ধাক্কায় প্রবাসী আবু সাঈদের মৃত্যু

যশোরের খাজুরায় ট্রাকের ধাক্কায় আবু সাঈদ (৪০) নামে এক  মালয়েশিয়া প্রবাসী  নিহত হয়েছেন।  রোববার রাত ৮টার দিকে বাঘারপাড়া-কালীগঞ্জ সড়কের আরিফ ব্রিকসের সামনে এ ঘটনা ঘটে।আবু সাঈদ  বন্দবিলা ইউনিয়নের দাঁতপুর গ্রামের মৃত সদর দফাদারের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, আবু সাঈদ বাইসাইকেল যোগে খাজুরা বাজার থেকে বাড়ি ফিরছিলেন । তিনি আরিফ ব্রিকসের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা বাঘারপাড়ামুখী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে  ঘটনাস্থালেই তিনি প্রাণ হারান। নিহতের ভাই রেজাউল দফাদার জানান, আবু সাঈদ মালয়েশিয়ায় প্রবাসী।  সে ছুটি কাটাতে দেশে এসেছিল।খাজুরা  ক্যাম্পের উপ-পরিদর্শক জুম্মান খান জানান ,  দুর্ঘটনার জন্য দায়ী ঢাকা-মেট্রো-ট-২০-২৫২৭ ট্রাকসহ ড্রাইভারকে আটক করা হয়েছে।লাশ পুলিশ হেফাজতে রয়েছে।

খাজুরা প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর