Friday, December 5, 2025

মেয়রের চক্রান্তে ঝুলে আছে বেনাপোল পৌরসভার নির্বাচন, প্রশাসক নিয়োগের দাবি

বর্তমান মেয়র ও তার অনুসারীদের ষড়যন্ত্রে ৫ বছর ধরে ঝুলে আছে বেনাপোল পৌরসভার নির্বাচন। ২০১৮ সালে নির্বাচনের পক্ষে রায় হলেও সীমানা সংক্রান্ত জটিলতার কারণ দেখিয়ে বিনা ভোটে মসনদে বসার উচ্চাকাঙ্খায় বর্তমান জনপ্রতিনিধির অনুগতরা এসব মামলা করেছে বলে দাবি করেছেন বেনাপোল পৌরবাসী ব্যনারের একটি সংগঠন। রোববার সকাল ১১টায় প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংগঠনের নেতৃবৃন্দ। একইসাথে মেয়াদ উত্তীর্ণ বেনাপোল পৌরসভায় দ্রুত নির্বাচন দেওয়ার জন্যে কমিশনের কাছে আহ্বান জানান তারা।
পৌরবাসীর পক্ষে সংগঠনের আহ্বায়ক মোস্তাক হোসেন স্বপন লিখিত বক্তব্যে বলেন, ২০০৬ সালে বেনাপোল পৌরসভা প্রতিষ্ঠার পর ২০১১ সালের ১৩ জানুয়ারি প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর জনপ্রতিনিধিদের মেয়াদ শেষ হওয়ার আগেই ২০১৪ সালে সীমানা সংক্রান্ত জটিলতার কথা বলে মামলা করে তাদের কিছু অনুসারীরা। এর বিপরীতে ২০১৮ সালের পুরনো সীমান্ত এলাকা নিয়ে নির্বাচনে দাবিতে আদালতে একটি রিট হয়। রিটের বিপরীতে আদালত নির্বাচনের পক্ষে রায় দেন। এরপর কমিশন যখনই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিল তখন পৌরসভার জনপ্রতিনিধিদের অনুসারীরা পাল্টা মামলা করেন। এরপর সীমানার জটিলতার কারণ দেখিয়ে তারা একের পর এক ৯টি মামলা করে। তাদের এসব চক্রান্তে বেনাপোল পৌরবাসী ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে বলে জানান মোস্তাক হোসেন স্বপন। একইসাথে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, সরকার বাংলাদেশের সর্ববৃহৎ স্থল বন্দর বেনাপোল থেকে রাজস্ব বাবদ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রতি বছর ১০ হাজার কোটি টাকা আদায় করে। প্রথম শ্রেনীর মর্যাদা পাওয়া এ পৌরসভার নাগরিকরা সকল প্রকার পৌরকর আদায় করে। কিন্তু ক্ষমতায় টিকে থাকতে ষড়যন্ত্র করে পৌরসভাকে দখল করে রেখেছে বর্তমান মেয়র ও কিছু কাউন্সিলর। এভাবে দেশে আরও ১৬ টি মেয়াদ উত্তীর্ণ পৌরসভার নির্বাচন ঝুলে আছে । নির্বাচন না হওয়া পর্যন্ত বেনাপোল পৌরসভায় প্রশাসক নিয়োগ দেয়ার দাবি জানান তিনি। বেনাপোল পৌবাসীর দাবি, সীমনা জটিলতা মামলা থাকা অবস্থায় নির্বাহী আদেশে পুরোনো সীমান্তের ভোটারদের নিয়ে দ্রুত একটি নির্বাচন হোক। যাতে বেনাপোলের মানুষ তাদের নাগরিক অধিকার ফিরে পায়। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন বেনাপোল পৌরসভার সাধারণ নাগরিক। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরবাসী কমিটির সদস্য সচিব মহাসিন মিলন, যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা শাহ আলম, শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, জেলা পরিষদ সদস্য ওহিদুজ্জামান ওহিদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

বিশেষ প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর