Friday, December 5, 2025

অভয়নগরে বাড়ি থেকে ডেকে প্রকাশ্যে ঘের ব্যবসায়ী গুলি করে হত্যা

যশোরের অভয়নগরে বাড়ি থেকে ডেকে নিয়ে আল-মামুন (৩৫) নামে এক মৎস্য ঘের ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার শুভরাড়া গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত আল-মামুন ওই গ্রামের মিঠু আকুঞ্জির ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় ক্যাম্প পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় শুভরাড়া গ্রামের সিদ্দিকের ছেলে রুবেল ও সামাদ ফকিরের ছেলে রিপন ফকির মোবাইল ফোনে আল-মামুনকে প্রতিবেশী আনিস ফকিরের বাড়ির সামনে যেতে বলে। আনিস ফকিরের বাড়ির সামনে পৌঁছালে রুবেল ও রিপন আল-মামুনের বুকে পিস্তল ঠেকিয়ে পরপর দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় আল-মামুনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তিনি মারা যান।
শুভরাড়া ইউনিয়নের এক জনপ্রতিনিধি জানান, হত্যাকারী রুবেল ও রিপন নিষিদ্ধ চরমপন্থীদলের নেতা বনি মোল্যার সহচর। চাঁদাবাজি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটতে পারে বলে তিনি জানান।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, আল-আমিন খুনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। খুনীদের আটকে পুলিশি অভিযান চলছে। কি কারণে খুন হয়েছে তদন্তপূর্বক বিস্তারিত বলা সম্ভব হবে।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর