যশোরের অভয়নগর নওয়াপাড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের থাকাহ চারজন নিহত এবং আরো তিনজন আহত হয়েছেন।আহতদের মধ্যে একজন শিশু রয়েছেন।অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে দিকে নওয়াপাড়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানায়, বিকেলে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি লোকাল ট্রেন খুলনার দিকে যাচ্ছিল। ওই সময় নওয়াপাড়ার ব্রিজের কাছে একটি প্রাইভেট কার রেলক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এতে অজ্ঞাত পুরুষ (৩৫), নারী (৩০) ও একটি শিশু (৫) দুর্ঘটনাস্থলেই মারা যান। গুরুতর অবস্থায় আরেকজন পুরুষ (৪০), নারী (৩৫) ও শিশুকে (১) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে সন্ধ্যার পর আরেকজনের মৃত্যুর তথ্য এসেছে।
অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দুইজনকে মৃত অবস্থায় পাই এবং আহত অবস্থায় চারজনকে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে আরো একজন মারা যায়। অবস্থা গুরুতর হওয়ায় আহত তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’
সন্ধ্যার পর এই রিপোর্ট লেখার সময় আরেকজনের মৃত্যুর তথ্য আসে। তবে আহতদের মধ্যে কে মারা গেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
রাতদিন সংবাদ







