যশোরের বাঘারপাড়ায় চেতনানাশক ওষুধ স্প্রে করে অভিনব কায়দায় চুরি হয়েছে। সোমবার রাতে উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের খলিলপুর গ্রামে দুই প্রবাসী ও এক কৃষকের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগিরা বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় চোর খলিলপুরের ওই তিন বাড়িতে জানালা দিয়ে চেতনানাশক ওষুধ স্প্রে করে। এ সময় বাড়ির সবাই অচেতন হয়ে পড়েন। চোরেরা এ সুযোগে ঘরের দরজা ভেঙে আলমারির ভেতর থেকে কাতার প্রবাসী বিল্লাল খানের স্ত্রী ময়নার ঘর থেকে ৫৫ হাজার টাকা, দামি মোবাইল ফোন, আরেক কাতার প্রবাসী মামুন খানের স্ত্রীর ঘর থেকে ৩ ভরি স্বর্ণালঙ্কার, ৩ ভরি রৌপ্য ও ২০ হাজার বিদেশী দিনার চুরি হয়। পরে পাশের বাড়ির মোবাশ্বের খানের বাড়ি থেকে এক লাখ টাকা, দইটি স্বর্ণের চেইন, দুইটি হাতের চুড়ি ও তিনটি আংটি চুরি হয়। এদিন রাতেই মুমূষু অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। বাঘারপাড়া থানার ওসি সেয়দ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাতদিন সংবাদ







