বেনাপোলের একটি অস্ত্র মামলায় অস্ত্রসহ আটক তিনজনের দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলেন সরবংহুদা গ্রামের মৃত ছবেদ আলীর ছেলে আলমগীর হোসেন, শহীদ বিশ্বাসের ছেলে আনারুল ইসলাম ও ঘিবা গ্রামের এজোবার বিশ্বাসের ছেলে সাজজুল।সোমবার আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শম্পা বসু এ আদেশ দিয়েছেন।মামলার অভিযোগে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর রাতে বেনাপোলের রঘুনাতপুর বিওপির বিজিবি সদস্যরা ১১টি বিদেশি পিস্তল, ২২টি ম্যাগজিন ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করেন। এ ঘটনায় বিজিবির হাবিলদার সিগনাল মিনা মিজানুর রহমান বাদী হয়ে আটক তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা আটক তিনজনকে সাত দিন করে রিমান্ডের আবেদন করেন। রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক প্রত্যেকের দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রাতদিন সংবাদ







