Friday, December 5, 2025

কেশবপুরের ১৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বসছে বঙ্গবন্ধুর ভাস্কর্য্য

মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা’ প্রতিপাদ্যে কেশবপুরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদারকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। একইসাথে অনুষ্ঠানের সংবর্ধিত প্রধান অতিথি সংসদ সদস্য শাহীন চাকলাদার উপজেলার ১৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুজিব কর্ণারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য্য স্থাপনের জন্য সেটি প্রধান শিক্ষকদের নিকট হস্তান্তর করেন।স্থানীয় পাবলিক ময়দানে সোমবার বিকেলে উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য শাহীন চাকলাদার  বলেন, আমরা চাই আমাদের শিক্ষকরা যেন এক এবং ঐক্যবদ্ধ থাকে। আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। কেউ যদি পিছন ধরে টানাহেঁচড়া করে তাহলে তাদেরকে প্রতিরোধ করে দেওয়া হবে।উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হুদা বাবুর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন। শিক্ষকদের মধ্যে বক্তৃতা করেন, কোমরপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশাদ আলী। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদ, কেশবপুর উপজেলা সহসভাপতি এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর সভাপতি মেয়র রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা। সংবর্ধনা শেষে প্রধান অতিথি উপজেলার ১৫৮টি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য্য স্থাপনের জন্য প্রধান শিক্ষকের নিকট বিদ্যালয়ে হস্তান্তর করেন। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হুদা বাবু বলেন, ২০১৯-২০ অর্থবছরের স্লিপ প্রকল্পের আওতায় প্রতিটি বিদ্যালয়ে স্থাপনের জন্য বঙ্গবন্ধুর ম্যুরাল তৈরি করা হয়। উপজেলা শিক্ষা অফিস ও প্রাথমিক শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

বিশেষ প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর