যশোরে শুক্রবার আরো ১২জন শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে সদরের ৯জন। এছাড়া অভয়নগর, ,শার্শা ও বাঘারপাড়ার একজন করে শনাক্ত হয়েছে। এ দিন যবিপ্রবি থেকে ৮১ নমুনার ফলাফলে এ ১২ জন শনাক্ত হয়েছে।এছাড়া খুমেক থেকে ৫টি নেগেটিভ ফলাফল এসেছে। যশোরে মোট শনাক্ত হয়েছেন ৩৯শ’৭৬জন। সুস্থ্য হয়েছেন ৩৬১৩ জন। মারা গেছেন ৪৭জন। বিষয়টি নিশ্চিত করেছে যশোরের সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডাক্তার রেহনেওয়াজ রনি।
রাতদিন সংবাদ







