যশোর বাঘারপাড়া উপজেলার ভাঙ্গুরা বাজার সংলগ্ন পশুর হাটটি আদালতের আদেশ অমান্য করে এখনো চালিয়ে যাচ্ছে এলাকার একটি কুচক্রি মহল। পুলিশ প্রশাসনকে অবহিত করেও কোনো সুফল পাওয়া যাচ্ছেনা। এসব অভিযোগ এনে বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ভুক্তোভুগি বুলবুল। তিনি জামদিয়া গ্রামের মৃত ইব্রাহিম মোল্যার ছেলে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, জনগনের স্বাস্থ্য এড়িয়ে ওই এলাকার টিপু সুলতান গং ব্যক্তিগত ৪৩ শতক জমিতে পশু হাট পরিচালনা করে যাচ্ছেন। এতে করে বাজারের পরিবেশ নষ্ট হচ্ছে। পাশেই শিক্ষা প্রতিষ্ঠান তাদেরও শিক্ষার্থীদেরও বেগ পেতে হচ্ছে। বাজার সংলগ্ন বসবাসকারীরা জিম্মি হয়ে পরেছে। হাটেরদিন সোমবার রাস্তায় জানজট লেগেই থাকে।প্রতি সপ্তাহ ছোট খাটো দূর্ঘটনা ঘটছে বাজারে। স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পরছে। স্থানীয়রা এ হাটের বিপক্ষে অবস্থান নিয়ে হাটবন্ধের জন্য আদালতে মামলা করেন। আদালত তাদের সমস্যার বিষয় বিবেচনা করে ৬ মাসের নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু টিপু সুলতান ও কামাল হোসেন মিলন আদালতের নির্দেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এখনো হাট পরিচালনা করে আসছেন। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাঘারপাড়া থানার ওসির স্বরণাপন্ন হয়েও কোনো প্রতিকার হয়নি বলে সাংবাদিক সম্মেলনে উল্লেখ করা হয়। তিনি আদালতের দেয়া হাট বন্ধের আদেশ বাস্তবায়নের দাবি জানান। এসময় বুলবুলের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন হারুন অর রশিদ।
রাতদিন সংবাদ







