Friday, December 5, 2025

যশোর-বেনাপোল মহাসড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

যশোর-বেনাপোল মহাসড়কের নাভারনে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা পরস্পর খালাতো ভাই। এ সময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালক।
সোমবার রাত ১১টায় যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ কলোনি মোড় নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহত দুই খালাতো ভাই যশোরের শার্শা উপজেলার গয়ড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে বিপুল (২২) ও বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামের রেজাউল ইসলামের ছেলে মুরাদ হোসেন (২৪)। তারা উভয়ই ওয়াইফাই কেবল অপারেটর হিসেবে কাজ করত এবং দু’জনই ছোট বয়স থেকে নাভারন কাজির বেড় গ্রামের নানা গোলাম নবীর বাড়িতে বসবাস করতো।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বিপুল ও মুরাদ ওয়াইফাই কেবলের কাজে ভাড়ায় মোটরসাইকেলযোগে ঝিকরগাছা থেকে কাজ শেষে বাসায় ফিরছিল। পথিমধ্যে নাভারণ কলোনি মোড় নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি পরিবহন তাদেরকে ধাক্কা দেয়। এতে পেছন থেকে বিপুল ও মুরাদ পড়ে গিয়ে পরিবহনের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
নাভারণ হাইওয়ে থানার উপ-পরিদর্শক( এসআই) টিটো দেবনাথ সড়ক দুর্ঘটনায় দুজন মৃত ও একজন আহতের কথা নিশ্চিত করেন৷ বলেন, ঘটনার ২০ মিনিট পর আমরা জানতে পেরেছি। ঘটনা স্থাল থেকে উদ্ধার করা হয়েছে।
রাতদিন সংবাদ
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর