বেনাপোল বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী একটি বন্দরনগরী। যেখানে একটি সীমান্ত তল্লাশী ঘাঁটি ও আন্তর্জাতিক স্থল বন্দর অবস্থিত। আর এ বন্দর দিয়েই চলছে নানা অপকর্ম।আজ সকাল ৮টার দিকে বেনাপোল সীমান্ত থেকে ২৪০ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ ফয়সাল নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে বেনাপোল সীমান্তের সাদিপুর থেকে তাকে গ্রেফতার করে পোর্টথানা পুলিশ।গ্রেফতার মাদক পাচারকারী ফয়সাল বেনাপোল বন্দর এলাকার আব্দুল মজিদের ছেলে।বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে ভারত থেকে মাদকের একটি চালান দেশের অভ্যন্তরে প্রবেশ করবে। এমন সংবাদে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। এক পর্যায়ে ভারত থেকে মাদকের চালান প্রবেশ কালে ধাওয়া করে একজনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৪০ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজা পাওয়া যায়। তার বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
অনলাইন ডেস্ক







