Friday, December 5, 2025

ঘোপের মাহমুদুর রহমান স্কুলের ছাদে বোমা বিস্ফোরিত হয়ে দুই শিশু আহত

যশোর সরকারি মাহমুদুর রহমান প্রাথমিক বিদ্যালয়ের ছাদে দুর্বৃত্তদের লুকিয়ে রাখা বোমা বিস্ফোরিত হয়ে দু’শিশু আহত হয়েছে। আহতরা হলো, শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার বায়োজিতের ছেলে যশোর ইনস্টিটিউট স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ইশান (১১) ও একই এলাকার মুকুল হোসেনের ছেলে সরকারি এনএনখান স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র মেহেদি হাসান (৯)। গুরুতর অবস্থায় তাদেরকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত দু’শিশুর স্বজন সূত্র জানায়, সোমবার বিকাল পাঁচ টার দিকে ইশান ও মেহেদি হাসান বন্ধুদের সাথে ঘোপের সরকারি মাহমুদুর রহমান স্কুল মাঠে লুকোচুরি খেলছিলো। এ সময় তারা দু’জন স্কুলের ছাদে উঠলে একটি বোমা পড়ে থাকতে দেখে। বল ভেবে ওই বোমা নিয়ে খেলতে গেলে সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে, তারা দু’জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
জরুরি বিভাগের ডাক্তার আব্দুর রশিদ জানান, দু’শিশু আশঙ্কা মুক্ত। বোমায় ইশানের ডান হাত ও মেহেদি হাসানের দু’পা ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর