Friday, December 5, 2025

যশোরে ইউপি সদস্যের হামলায় স্কুল শিক্ষক গুরুতর জখম

যশোরের কল্যাণপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে ও পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, গুরুতর আহত অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত শহিদুল ইসলাম জানান, তিনি গলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য। রোববার সকাল ১০ টায় স্কুলে ম্যানেজিং কমিটির সভা আহ্বান করা হয়। শহিদুল ইসলাম সভায় অংশ গ্রহণ করলে পূর্বশত্রুতার জের ধরে স্থানীয় ইউপি সদস্য ইয়াছিনের নেতৃত্বে আরিফ, জুয়েলসহ সাত-আটজন তাকে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।একটি সূত্র জানায়, গলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা ও শহিদুল ইসলাম নিজেদের পছন্দের প্রার্থীদের নিয়ে কমিটি গঠন করতে গেলে দু’ পক্ষের বিরোধ হয়। এরপর মারামারির ঘটনা ঘটে।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর