Saturday, December 6, 2025

বেনাপোল থেকে লোহার কুচি লুট, ঢাকা থেকে বিক্রির টাকা উদ্ধার

ভারত থেকে আমদানীকৃত ২২ টন ৪শ’ কেজী লোহার কুচি বেনাপোল থেকে ট্রাকে চট্রগ্রামের উদ্দেশ্যে যাওয়ার পথে আত্মসাৎ করে একটি চক্র। পরে ডিবি পুলিশের অভিযানে ঢাকা থেকে এ চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। পরে তার কাছথেকে ওই লোহার কুচি বিক্রি করা পাঁচ লাখ ৪৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। একই সাথে নমুনা কুচি উদ্ধার করা হয়েছে। আটক ড্রাইভার জুয়েল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আমিন বাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। বর্তমানে তিনি ঢাকার শ্যামপুর থানার নবীন চন্দ্র গোস্বাইবাড়ী এলাকায় থাকেন। শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ডিবি সূত্র জানায়, গত ১১ সেপ্টেম্বর বেনাপোলের সিএন্ডএফ ব্যবসায়ী আজিম উদ্দীন গাজী তার ভারত থেকে আমদানিকৃত ২২ টন ৪০০ কেজি লোহার কুচি একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১৩-৪৭৭৪) চট্টগ্রামের বিএসআরএম কোম্পানীর উদ্দেশ্যে পাঠান। কিছু সময় পর ট্রাক ড্রাইভারের ফোন বন্ধ পান আজিম উদ্দীন গাজী।

শেষমেশ মালের সন্ধান না পেয়ে তিনি ২১ সেপ্টেম্বর বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পায় ডিবি পুলিশ।

ডিবির এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম ইং ২২ সেপ্টেম্বর ঢাকা কদমতলা থানা এলাকায় অভিযান চালিয়ে জুয়েলকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে ওই কুচি বিক্রির পাঁচ লাখ ৪৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

ডিবির তদন্তে উঠে আসে জুয়েল ছদ্মনাম ও ট্রাকের ভুয়া নাম্বার প্লেট ব্যবহার করে পার্টির সাথে মালামাল আদান প্রদানের চুক্তি করে। এরপর ওই মাল লোড করে আত্মগোপনে চলে যায়। ডিবি আরও জানায়, এসব কাজে ব্যবহৃত ট্রাক ও চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যহত রাখা হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর