যশোরের বাঘারপাড়ার সাংবাদিক পরিচয়দানকারী শহিদুল ইসলাম শাহিন ও তার স্ত্রীর নামে আদালতে জালজালিয়াতির অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার জামদিয়া গ্রামের মৃত মোজাম মোল্লার ছেলে তৈয়ব আলী বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাদী হাসান অভিযোগটি গ্রহন করে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামিরা হলো জামদিয়া গ্রামের শহিদুল ইসলাম শাহিন ও তার স্ত্রী নুরজাহান পারভীন।
মামলার অভিযোগে জানা গেছে, আসামিরা জাল-জালিয়াতি ও প্রতারক। আসামি শাহিন সাংবাদিক না হয়েও নিজেকে সাংবাদিক পরিচয়ে বিভিন্ন ব্যক্তির সাথে প্রতারনা করে থাকে। জামদিয়া গ্রামের তৈয়ব আলী পরিবারের টাকার প্রয়োজনে আসামিদে কাছে জামদিয়া মৌজার ৩৩৩৯ দাগের ১৫ শতক জমি বিক্রি করেন। বর্তমানে আসামিরা এ জমিতে বাড়িঘর তৈরি করে সববাস করছে। ২০১৭ সালের ২৯ আগস্ট এ জমির রেজিস্ট্রি করে দেয়ার জন্য ওই জমির ওয়াশেগন বাঘারপাড়া রেজিস্ট্রি অফিসে যান। দলিল লেখার পর তৈয়ব আলীসহ অন্যরা দেখতে পান দলিলের ৭ নম্বর পৃষ্টায় ৩৩৩৯ দাগের ১৫শতক, ৮ পৃষ্ঠায় একই দারে ১০ শতক ও ৩৮২৪ দাগের ৩৩ শতকের মদ্যে ৫ শতক উল্লেক করা হয়েছে। আসামিদের জালিয়াতির বিষয়টি ধরা পড়ায় তৈয়ব আলী ও তার সাথের লোকজন সাব রেজিস্টারকে জানান। এ সময় রেজিস্টার দলিল করা বন্ধ করে দেন। এব্যাপারে গত ৩০ সেপ্টেম্বর শালিসে আসামিরা জালিয়াতির বিষয়টি স্বীকার করে এবং দলিলে পৃষ্টা বদল করতে রাজি না হয়ে চলে যায়। অবশেষে বিষয়টি মিমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।
রাতদিন সংবাদ







