Friday, December 5, 2025

ডিবি পুলিশের হাতে বেনাপোলে ফেনসিডিলসহ দুই যুবক আটক

যশোরের ডিবি পুলিশ বেনাপোল থেকে ৫৩ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে। আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানাস্থ বোয়ালিয়া গ্রামের জামাল হোসেনের ছেলে সবুজ হোসেন (২৩) এবং সাহেব আলীর ছেলে মুসফিকুর রহমান বাবু (২৪)।
ডিবি পুলিশের ওসি পরিদর্শক সোমেন দাস জানিয়েছেন, গোপন সূত্রে সংবাদ পেয়ে ডিবি পুলিশের একটি টিম সোমবার ভোর সাড়ে ৪টার দিকে বোয়ালিয়া বাজারের পাশে ডুবপাড়া নামক স্থানের একটি রাস্তার ওপর থেকে দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৫৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এই ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর