Friday, December 5, 2025

যশোরে ইবনে সিনা হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

যশোরের ইবনেসিনা হাসপাতালে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যু অভিযোগ উঠেছে। এছাড়া রোগীর লাশ ও স্বজনের হাসপাতাল থেকে জোর করে বের করে দেয়ার চেষ্টা চালিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ এমনটি দাবি করেছেন স্বজনেরা। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি রোগীল স্বজনেরা তাদের নার্সদের উপর হামলা চালিয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার সন্ধার পর। পরে পুলিশ যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নিহত মইফল বেগম (৪৩) কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামের সাজ্জাদের স্ত্রী। তারা যশোরের বিরামপুরে প্রাইমারী স্কুল এলাকায় বসবাস করেন।

নিহতের ছেলে হাসান আলী অভিযোগ করে বলেন, ‍দুইদিন ধরে তার মা জ্বরে ভুগছিলেন। সকালে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে  উন্নত চিকিৎসার জন্য  সন্ধার আগে ইবনে সিনা হাসপাতালে মাকে নিয়ে আসেন। এখানে এসে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক লাব্বাইক রোগীকে দেখার সাথে সাথে জরুরি বিভাগে থাকা সেফট্রিয়াক্সোন ইনজেকশন সেবিকা রেখাকে রোগীর শরীরে পুশ করার নির্দেশ দেন। চিকিৎসকের নির্দেশনা পেয়ে সেবিকা রেখা রোগীকে সেফট্রিয়াক্সোন ইনজেকশন পুশ করেন। এর কিছুক্ষণ পরে রোগীকে কটসন ইনজেকশন পুশ করেন। এর পরপরেই তার মা মারা যান। তখন চিকিৎসক রোগীকে সদর

পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে
পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে

হাসপাতালে নিতে বলেন। এসময় স্বজন হৈ চৈ শুরু করলে হাসপাতালের স্টাফরা মারতে মারতে তাকে ও তার বাবাকে হাসপাতাল থেকে বের করে দেন। তখন স্বজনদের খবর দিলে হাসপাতালে এসে স্বজনদের মারার কারণ জানতে চাইলে গোলযোগের সৃষ্টি হয়।

যশোর সদর ফাড়ির পুলিশ পরির্দশক শফিক জানান, রোগীর মৃত্যুর ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয় । পুলিশের তিনটি টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপরে ইবনে সিনা হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মাদ আলী বলেন, রোগী সন্দেহভাজন করোনা রোগী ছিলেন।  খারাপ অবস্থায় সদর হাসপাতাল থেকে  ইবনে সিনার জরুরি বিভাগে আনা হয় । ভুল চিকিৎসা নয়, প্রয়োজন অনুযায়ি ইনজেকশন পুশ করা হয়। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, মৃত্যুর পরপরই স্বজনেরা হামলা চালিয়েছে। এসময় তাদের কয়েকজন নার্স আহত হয়েছেন।

বিশেষ প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর