আগামী ২১ জুলাই যশোরে ভূমি ও গৃহহীন ২৬২ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করা হবে। আজ মঙ্গলবার এই উপলক্ষে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, যশোরে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ২৬২টি পরিবারকে ভূমি ও গৃহহীনদের জন্য দুই শতক জমি, দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর, রান্না ঘর, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ও বিনামুল্যে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়েছে।
২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের সাথে যশোরের সাত উপজেলার ভূমি ও গৃহহীন এসব পরিবারকে জমি ও ঘর উপহার দেবেন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান।







